Friday, October 28, 2016

যদি কোন ব্যক্তি তোমাকে খুব ঘৃণা করে তাহলে তুমি কি করবে?

যদি কোন ব্যক্তি তোমাকে খুব ঘৃণা করে তাহলে তুমি কি করবে? তুমি তাকে এত বেশী সম্মান কর সে যেন তোমার ব্যবহারে বাধ্য হয় তোমার উপর থেকে ঘৃণার দৃষ্টি সরিয়ে নিতে। যদি তুমি এটা করতে পার তাহলে তুমি তোমার দিক থেকে সফল হবে এবং দেখবে কোন এক সময় তার ভুল ভেঙেছে আর সেই ব্যক্তি তোমাকে পূর্বের থেকে বর্তমানে অনেক ভালবাসছেন যা তুমি কল্পনাও করতে পারবেনা। ---------------------------------আরিফ জামান

No comments:

Post a Comment