যদি কোন ব্যক্তি তোমাকে খুব ঘৃণা করে তাহলে তুমি কি করবে?
তুমি তাকে এত বেশী সম্মান কর সে যেন তোমার ব্যবহারে বাধ্য হয় তোমার উপর থেকে ঘৃণার দৃষ্টি সরিয়ে নিতে।
যদি তুমি এটা করতে পার তাহলে তুমি তোমার দিক থেকে সফল হবে এবং দেখবে কোন এক সময় তার ভুল ভেঙেছে আর সেই ব্যক্তি তোমাকে পূর্বের থেকে বর্তমানে অনেক ভালবাসছেন যা তুমি কল্পনাও করতে পারবেনা।
---------------------------------আরিফ জামান
স্বাগতম, এই সাইট এ আপনি সকল প্রকার মন ভালো করার গল্প কবিতা পাবেন, শুধু তাই নয়! এই সাইট এর মূল উদ্দেশ্য হল গল্প কবিতার মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং তাদের সকল দুঃখ শেয়ার করা, যাদের মন খারাপ তারা এই সাইট এর কবিতা পড়ুন এবং নিজেকে আধার জীবন থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসুন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment