তোর গোলাপী ঠোঁটের হাসি আমি অনেক ভালবাসি, বারে বারে তোর কাছে তাইতো ছুটে আসি।
তোর লম্বা লম্বা কালো চুল লাগে অনেক ভালো, তুই হাসিলে তোর চেহারায় ফুটিয়ে উঠে আলো।
তোর লাল গালের ছোট্ট তিলে লাগে তোরে ভালো, তুই আমার রাজকন্যা আধার ঘরের আলো।
হৃদয় দিয়ে বন্ধু তোরে বাসি অনেক ভালো।।
---------------------------Arif Zaman
No comments:
Post a Comment