Saturday, October 29, 2016

তোর মিষ্টি কথায় রাজি হয়ে দিয়েছিলাম তোর সাথ


তোর মিষ্টি কথায় রাজি হয়ে দিয়েছিলাম তোর সাথ, ভালবাসা পাওয়ার আশায় ধরেছিলাম তোর হাত। গভীর রাতে বিছানায় শুয়ে ভাবিতাম তোরে নিয়ে, মনে বড় আশা ছিল করবো তোরে বিয়ে। কত স্বপ্ন ছিল তোরে নিয়ে বাধিবো সুখের ঘর, অভিনয় করে পরিশেষে করে দিলি আমায় পর। যদি জানতাম মাঝ পথে ছেড়ে দিবি আমার সাথ, তাহলে হয়তো কখনোই আমি ধরি দিতাম না তোর হাত।। ---------------------------------Arif Zaman

No comments:

Post a Comment