Sunday, October 30, 2016

বন্ধু

তোমার মনে আমার জন্য একটু খানি জায়গা রেখো, বিষন্নতায় উদাস হলে আমায় নিয়ে স্বপ্ন দেখো। মন খারাপের বিকেল গুলো আমার জন্য রেখে দিও, যখন তোমার থাকবেনা কেউ তখন আমায় সঙ্গে নিও। অন্ধকারে হারিয়ে গেলে ভয় করোনা একা ভেবে, যখন তোমার লাগবে একা তখন তুমি আমায় পাবে। চোখের কোনে কান্না এলে দৃষ্টি তোমার খোলা রেখো, সব অভিমান ভুলে গিয়ে বন্ধু বলে আমায় ডেকো।। ---------------------------------Arif Zaman

No comments:

Post a Comment