Sunday, October 30, 2016

হাসিতে চাহিয়া হাসিতে পারেনা আমার অবুঝ মন


হাসিতে চাহিয়া হাসিতে পারেনা আমার অবুঝ মন, বিশ্বাস ভাঙ্গিয়া দুঃখ দিয়েছে আমার আপন জন। আমার প্রেম করে অন্যকে করেছো সাথী, এখন আমি আধার ঘরে দুঃখের মালা গাথী। আর কতকাল ঝরিবে বলো আমার চোখের পানি, আজো তোমায় ভালোবাসি এটাই আমি জানি। আমাকে তুমি দুঃখ দিয়ে অন্যকে বেসেছো ভালো, আমার জীবন আধার করে, অন্যের ঘরে জ্বালিয়েছো সুখের আলো।। ------------------------------------Arif Zaman

No comments:

Post a Comment