হাসিতে চাহিয়া হাসিতে পারেনা আমার অবুঝ মন, বিশ্বাস ভাঙ্গিয়া দুঃখ দিয়েছে আমার আপন জন। আমার প্রেম করে অন্যকে করেছো সাথী, এখন আমি আধার ঘরে দুঃখের মালা গাথী। আর কতকাল ঝরিবে বলো আমার চোখের পানি, আজো তোমায় ভালোবাসি এটাই আমি জানি। আমাকে তুমি দুঃখ দিয়ে অন্যকে বেসেছো ভালো, আমার জীবন আধার করে, অন্যের ঘরে জ্বালিয়েছো সুখের আলো।। ------------------------------------Arif Zaman
স্বাগতম, এই সাইট এ আপনি সকল প্রকার মন ভালো করার গল্প কবিতা পাবেন, শুধু তাই নয়! এই সাইট এর মূল উদ্দেশ্য হল গল্প কবিতার মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং তাদের সকল দুঃখ শেয়ার করা, যাদের মন খারাপ তারা এই সাইট এর কবিতা পড়ুন এবং নিজেকে আধার জীবন থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসুন।
Sunday, October 30, 2016
হাসিতে চাহিয়া হাসিতে পারেনা আমার অবুঝ মন
হাসিতে চাহিয়া হাসিতে পারেনা আমার অবুঝ মন, বিশ্বাস ভাঙ্গিয়া দুঃখ দিয়েছে আমার আপন জন। আমার প্রেম করে অন্যকে করেছো সাথী, এখন আমি আধার ঘরে দুঃখের মালা গাথী। আর কতকাল ঝরিবে বলো আমার চোখের পানি, আজো তোমায় ভালোবাসি এটাই আমি জানি। আমাকে তুমি দুঃখ দিয়ে অন্যকে বেসেছো ভালো, আমার জীবন আধার করে, অন্যের ঘরে জ্বালিয়েছো সুখের আলো।। ------------------------------------Arif Zaman

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment