Sunday, October 30, 2016

সাগর পাড়ে দাঁড়িয়ে আছি তোমারি অপেক্ষায়


সাগর পাড়ে দাঁড়িয়ে আছি তোমারি অপেক্ষায়, শিতল বাতাসে সাগরের পানি ছুয়েছে আমারি পায়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে তোমার দেখা নাই, মন খারাপ করে গভীর রাতে ঘরে ফিরে যাই। প্রতিদিন সকাল বেলা সাগর পাড়ে যাই, গিয়ে দেখি সাগর আছে তুমিই শুধু নাই।। --------------------------------Arif Zaman

No comments:

Post a Comment