ভালবাসার অভিনয় দিয়েছো আমায় আর কতকাল বল দেবে, কাঁদিতে কাঁদিতে দু-চোখের জল শুকিয়ে গিয়েছে দুখের ভাগ তুমি কি একটু নেবে? তোমাকে ভালবেসে আজকে আমি সর্বহারা হাসতে ভুলেই গিয়েছি, তবুও আমি হাল ছাড়িনি একটু আশা নিয়ে দুঃখকে সাথী করে নিয়েছি। যদিও তুমি ফিরে আর কখনো আসিবেনা জানি, তবুও ছোট ছোট স্বপ্ন গুলো মনের জানালায় উঁকি মেরে দেয় হাত ছানি। তুমি ফিরে আসিবেনা আমি জানি........... -----------------------------Arif Zaman
স্বাগতম, এই সাইট এ আপনি সকল প্রকার মন ভালো করার গল্প কবিতা পাবেন, শুধু তাই নয়! এই সাইট এর মূল উদ্দেশ্য হল গল্প কবিতার মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং তাদের সকল দুঃখ শেয়ার করা, যাদের মন খারাপ তারা এই সাইট এর কবিতা পড়ুন এবং নিজেকে আধার জীবন থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসুন।
Sunday, October 30, 2016
ভালবাসার অভিনয়
ভালবাসার অভিনয় দিয়েছো আমায় আর কতকাল বল দেবে, কাঁদিতে কাঁদিতে দু-চোখের জল শুকিয়ে গিয়েছে দুখের ভাগ তুমি কি একটু নেবে? তোমাকে ভালবেসে আজকে আমি সর্বহারা হাসতে ভুলেই গিয়েছি, তবুও আমি হাল ছাড়িনি একটু আশা নিয়ে দুঃখকে সাথী করে নিয়েছি। যদিও তুমি ফিরে আর কখনো আসিবেনা জানি, তবুও ছোট ছোট স্বপ্ন গুলো মনের জানালায় উঁকি মেরে দেয় হাত ছানি। তুমি ফিরে আসিবেনা আমি জানি........... -----------------------------Arif Zaman

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment