Wednesday, November 2, 2016

♥কিছু সত্য কথা♥

একটি ছেলে এবং একটি মেয়ের সম্পর্ক শুরু হয় হায় হ্যালো দিয়ে। যখন তাদের মধ্যে মোটামুটি চেনা জানা হয়ে যায় তখন তাদের সম্পর্ক গিয়ে দারায় বন্ধুত্বের মধ্যে। যখন তাদের বন্ধুত্ব গভীর হয়ে যায় তখন বিশেষ করে ছেলেটি মেয়েটির দিকে ভালবাসার তীর ছুঁড়ে মারে যদি ছেলেটির নিশানা ঠিক থাকে তাহলে মেয়েটি ছেলেটির ছুঁড়ে মারা তীরে আক্রান্ত হয় কিন্তু! যদি ছেলেটির নিশানা ভুল হয় তাহলে তাদের মধ্যে ফাটল ধরে। যাইহোক আসল কথায় আসা যাক! যখন মেয়েটি ছেলেটির ছুঁড়ে মারা তীরে আক্রান্ত হয়ে পাল্টা জবাব দেয় তখন ছেলেটি এতই খুশি হয় যে, সে ভাষায় প্রকাশ করতে পারে না। মেয়েটি যখন ছেলেটির কথায় হ্যা বলে তখন থেকে মেয়েটির উপর ছেলেটির ভালবাসা দশ গুণ বেড়ে যায়। যেমনঃ ছেলেটি সময়ে অসময়ে মেয়েটিকে ফোন করে, জান তুমি কি করছো, তুমি খেয়েছো কিনা, তোমার শরীর কেমন, তুমি সময় মত গোসল করেছো কিনা, এরকম হাজারো প্রশ্ন।মেয়েটি ছেলেটির এই ভালোবাসা দেখে এতোটাই খুশি হয় যে মেয়েটি কোন এক সময় ছেলেটির জন্য তার আপন মানুষ গুলোকে ছেড়ে চলে যেতে চায় বা চলে যায়। ছেলেটি যখন দেখে মেয়েটি তার প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাচ্ছে তখন সে মেয়েটির কাছে আসার চেষ্টা করে কিন্তু! মেয়েটি তার শেষ সম্বল রক্ষা করতে ছেলেটিকে বারণ করে দেয় এতে ছেলেটি মন খারাপ করে এবং মেয়েটিকে প্রশ্ন করে "আমার মনে হয় তুমি আমাকে বিশ্বাস করনা এবং আমাকে তুমি ভালোবাসো না। মেয়েটি ছেলেটির কোন কথার উত্তর না দিয়ে শুধু ভাবে "এটাই কি সেই ছেলে যাকে আমি ভালোবাসি" মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে ছেলেটির মুখের তাকিয়ে থাকে। মেয়েটি যখন দেখে তার ভালোবাসার মানুষটি মন খারাপ করেছে তখন সে ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে "দেখ আমি তোমাকে ভালোবাসি এটা সত্য কিন্তু তার মানে এই নয় যে বিয়ের আগে আমি আমার শেষ সম্বল টুকু তোমাকে বিলিয়ে দিব। তখন ছেলেটি মেয়েটিকে প্রশ্ন করে আমি তো তোমাকে কোন এক সময় বিয়ে করবো তাইনা? তখন মেয়েটি ছেলেটির প্রশ্নের উত্তরে বলে তাহলে যা করার বিয়ের পর করিও আগে না এবং এটা আমার দারা কখনোই সম্ভব হবে না।

এভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেটি মেয়েটির উপর রাগ করে ছেলেটি চলে যায়। মেয়েটি তখন তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ছেলেটিকে ফোন করে কিন্তু ছেলেটির বন্ধ পায় যা মেয়েটি কখনোই আশা করে নাই। ভাগ্যক্রমে মেয়েটি যদি ছেলেটির ফোন খোলা পায় তাহলে ছেলেটি ফোন রিসিভ করেনা। "যা আমরা সবাই করে থাকি" মেয়েটি যখন দেখে ছেলেটি তার ফোন রিসিভ করছেনা তখন মেয়েটি তার ভুল না থাকার সত্ত্বেও ছেলেটিকে এসএমএস করে ক্ষমা প্রার্থনা করে। ছেলেটি যখন দেখে মেয়েটি তাকে বারবার এসএমএস করে ক্ষমা চাইছে তখন ছেলেটি এসএমএস এর উত্তরে বলে "তুমি আমাকে বিশ্বাস করনা তোমার সাথে কোন কথা নেই" মেয়েটি এই এসএমএস পেয়ে সে আবারো ছেলেটিকে এসএমএস করে বারবার ক্ষমা প্রার্থনা করে। কিন্তু কে শোনে কার কথা! ছেলেটি একই কথা বলে "যে আমাকে বিশ্বাস করেনা তার সাথে কোন কথা নেই "। মেয়েটি তার শেষ সম্বল রক্ষা করার জন্য ছেলেটিকে অনেক বোঝানোর চেষ্টা করেও যখন দেখে ছেলেটি তার কেনো কথাই শুনছে না তখন মেয়েটি ছেলেটিকে প্রশ্ন করে তুমি আসলে কি চাও? কিন্তু ছেলেটি মেয়েটির কোন প্রশ্নের উত্তর দেয়না। অবশেষে মেয়েটি তার শেষ সম্বল রক্ষা করার জন্য বুক ভরা দুঃখ নিয়ে ছেলেটির কাছ থেকে বিদায় নেয়।। 

প্রথম প্রশ্নঃ এই স্টোরিতে কে আগে প্রেম নিবেদন করেছে?
A) ছেলে B) মেয়ে 
দ্বিতীয় প্রশ্নঃ এই স্টোরিতে কে মনে থেকে ভালবেসেছে? 
A) ছেলে B) মেয়ে 
তৃতীয় প্রশ্নঃ এই স্টোরিতে কে ভালবাসার অভিনয় করেছে? 
A) ছেলে B) মেয়ে 

নোটঃ 
এটা সব ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।।

SEE More

 ---------------------------------Arif Zaman

No comments:

Post a Comment