Sunday, October 30, 2016

সেই যে চলে গেলে আর তো ফিরে এলেনা


সেই যে চলে গেলে আর তো ফিরে এলেনা, কোথায় আছি কেমন আছি খবর তো নিলেনা। জনম গেল ভাবিয়া তোমায়, মনে কি পড়ে না,চোখের জল শুকিয়ে গেছে, অশ্রু আর ঝরে না। অভিমান করে তুমি, আর একা থেকোনা,একবার পিছন ফিরে, আমার দিকে দেখনা। কোথায় আছি কেমন আছি খবর তো নিলেনা।। -----------------------------------Arif Zaman

No comments:

Post a Comment