Wednesday, November 2, 2016

দুঃখকে আমি ভয় করিনি


দুঃখকে আমি ভয় করিনি মানিনি কখনো হার, হাজার দুঃখ বুকে চেপে জীবন করছি পার। হাজারো দুঃখ কাঁদিয়েছে আমায় তবুও ছারিনি হাল, নয়ন জলে বালিশ ভিজে চোখ হয়ে যায় লাল। মনের দুঃখ মনে চেপে তবুও আমি হাসি, আজো আমি আগের মত তোমায় ভালবাসি।। ----------------------------------Arif Zaman

No comments:

Post a Comment