Wednesday, November 2, 2016

♥প্রিয় বন্ধুটির মনের কথা বোঝার চেষ্টা কর♥

যখন তোমার কোন প্রিয় বন্ধু বারবার তোমার দিকে তাকাবে তখন তুমি তার চোখের ভাষা বোঝার চেষ্টা কর, যখন সেই বন্ধুটি তোমার সাথে কথা বলবে তখন তুমি মুখের কথা নয় মনের কথা বোঝার চেষ্টা কর। যখন তোমার সেই বন্ধুটি সময়ে অসময়ে তোমাকে ফোন করে তোমার খাবার থেকে শুরু করে শারীরিক সমস্যার কথা জিজ্ঞেস করবে তখন তুমি তার এইসব প্রশ্নের দ্বিতীয় উত্তর খুঁজে বের করার চেষ্টা কর। যখন তুমি তোমার বন্ধুটিকে কারণে অকারণে গালি দেওয়ার পরও সে বেহায়ার মত তোমার সাথে হাসি মুখে কথা বলবে তখন তুমি তার উপরের হাসির দিকে লক্ষ না করে বরং তার বুকের ভেতরে চেপে রাখা কষ্ট গুলো বোঝার চেষ্টা কর। যখন তোমার কঠিন বিপদের সময় আরালে কেউ তোমাকে সাহায্য করবে তখন তুমি সেই মানুষটিকে খুঁজে বের করার চেষ্টা কর। যখন তোমার মন খারাপ থাকবে তখন তোমার মুখের হাসি ফিরিয়ে আনতে তোমার বন্ধুটি বিভিন্ন ভাবে তোমাকে হাসানোর চেষ্টা করবে তখন তুমি তার এই চেষ্টার কারণ খুঁজে বের করার চেষ্টা কর। যদি তুমি তোমার প্রিয় বন্ধুটির এই সমস্ত জিনিস খুঁজে বের করতে না পারো বা খুজে বের করার চেষ্টা না কর তাহলে মনে রাখবে তুমি জীবনে অনেক বড় গুপ্তধন বা রত্ন হারিয়ে ফেলবে। যা, কিছু কিছু মানুষ লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পায়না। তাই, আর দেরি না করে তোমার প্রিয় বন্ধুটি তোমাকে কি বলতে চায় তা বোঝার বা খুজে বের করার চেষ্টা কর। নোটঃ যারা তার প্রিয় বন্ধুটির প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সক্ষম হবে তাদের জন্য কিছু ব্যাখ্যা আছে আর সেটা পরে আমি বলে দিব।।

No comments:

Post a Comment