অগোছালো জীবন আমার গুছিয়ে তুমি দিলে, আদর করে ভালবেসে কাছে টেনে নিলে। জীবন আমার শূন্য ছিল ভরিয়ে তুমি দিলে, অনেক বিপদ পেরিয়ে তুমি আমায় কাছে নিলে। আদর করে ভালবেসে বুকে দিয়েছো ঠাই, অনন্তকাল তোমায় বন্ধু ভালবাসতে চাই। তোমার মত আপন মানুষ এই দুনিয়ায় নাই, সারাজীবন বুকে ধরে তোমায় রাখতে চাই।। -----------------------------Arif Zaman
স্বাগতম, এই সাইট এ আপনি সকল প্রকার মন ভালো করার গল্প কবিতা পাবেন, শুধু তাই নয়! এই সাইট এর মূল উদ্দেশ্য হল গল্প কবিতার মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং তাদের সকল দুঃখ শেয়ার করা, যাদের মন খারাপ তারা এই সাইট এর কবিতা পড়ুন এবং নিজেকে আধার জীবন থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসুন।
Sunday, October 30, 2016
অগোছালো জীবন আমার গুছিয়ে তুমি দিলে
অগোছালো জীবন আমার গুছিয়ে তুমি দিলে, আদর করে ভালবেসে কাছে টেনে নিলে। জীবন আমার শূন্য ছিল ভরিয়ে তুমি দিলে, অনেক বিপদ পেরিয়ে তুমি আমায় কাছে নিলে। আদর করে ভালবেসে বুকে দিয়েছো ঠাই, অনন্তকাল তোমায় বন্ধু ভালবাসতে চাই। তোমার মত আপন মানুষ এই দুনিয়ায় নাই, সারাজীবন বুকে ধরে তোমায় রাখতে চাই।। -----------------------------Arif Zaman
I am basically a very fun-loving person. People often find me introverted initially, but trust me I talk a lot with people I know and like. I want to be something in life, so you could call me reasonably ambitious.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment