Sunday, October 30, 2016

তোরে যতনো করিয়া


তোরে যতনো করিয়া লুকাইয়া রেখেছিনু বুকেরি ছোট্ট ঘরে, বাহির থেকে তোকে যেন কেউ ছুঁইতে নাহি পারে। নিজের মুখের হাসি টুকু সব দিয়েছিনু তোর মুখে, তোরী মুখে হাসি ফুটিয়ে আমি থাকিতাম দুখে। কখনো ভাবিনি আমায় ফেলিয়া যাবি এভাবে চলে, কি দোষ ছিল মোর তাও জাসনি কিছুই আমায় বলে। যেখানে গিয়েছিস সে-কি তোরে রাখিয়াছে অনেক সুখে? না-কি সুখকে তুই ধরতে গিয়ে আছিস অনেক দুখে? সুখে থাকিস ভাল থাকিস এটাই আমি চাই, শুধু তোরী জন্য সারাজীবন, আমি দোয়া করে যাই।। ---------------------------------Arif Zaman

No comments:

Post a Comment