Sunday, October 30, 2016

♡শুধুই তোমার জন্য♡


প্রতিদিন আমি সকাল বেলা দেখি আয়নায় মুখ, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে লাগে বড়ই সুখ। সকাল যায় সাজিতে আমার বিকেল যায় কাজে, গভীর রাতে ভাবিতে গেলে মরি আমি লাজে। তোমাকে নিয়ে নানান স্বপ্ন দেখি রাতের বেলা, মনের সাথে দুষ্টুর মত কর তুমি খেলা। ঘুমের ঘরে মনে হয় তুমি ধরেছো আমায় চেপে, তোমার স্পর্শে সুখ খুঁজে পাই শরীর উঠে কেপে। ঘুমের ঘরে বিছানা থেকে গরিয়ে নিচে পরি, হঠাৎ করে ঘুম ভেঙে যায় লাজে আমি মরি। কবে এসে পূর্ণ করবে আমার মনের আশা? মনে রেখো, ফুলের চেয়েও পবিত্র আমার ভালবাসা।। ------------------------------Arif Zaman

No comments:

Post a Comment